জুলাইয়ে ঘটছে কি ? কলমেঃ রবিউল ইসলাম

বাংলাদেশে জুলাই মাসে জীবন দেওয়ার পালা,
যাহার গিয়েছে সেই বুঝেছে সন্তান হারানো জ্বালা।
৫তারিখে প্রশাসনে করেছিল বৃষ্টির মত গুলি,
হাজার হাজার মরছে মানুষ যায়নি তা কেউ ভুলি।
আবার দেখুন এই জুলাই মাসে, সেনাবাহিনীর প্রশিক্ষণ বিমান,
দূর্ঘটনায় কেড়ে নিল তাজা তাজা প্রাণ।
আগুন লাগিলো গায়ে, পুড়িয়া যায় প্যান্ট আর শার্টটি।
কান্নাকাটি আর আহাজারিতে ভরে গেল ঐ মাঠটি।
আগুনে পোড়া বাচ্চাটা যখন ছুটিতেছিল,
দেখিয়া সেই দৃশ্য, আমার নয়নে পানি আসিলো।
দেখিলে সেই দৃশ্যখানি, চোখের পানি ধরে রাখা ভার,
কেউ আহত কেউ নিহত কেউ পুড়িয়া ছারখার।
চলছে আহাজারি রোনাজারি কি বলিব আর,
পাগলের মত ছুটছে খালি নার্চ আর ডাক্তার।
শব্দখালি রক্ত চাই রক্ত চাই, যার যা আছে দেন,
তোমার আমার রক্তে যদি বাঁচে ঐ শিশুদের প্রাণ।
সবাই দোয়া করবেন ওদের জন্য, করবেন আশির্বাদ,
সুস্থ হয়ে বাড়ি যেয়ে যেন, মা বলে দেয় ডাক।
হঠাৎ করে ঝরে গেল বাগানের ঐ টাট্কা—তাজা ফুল,
সারা জীবন তপোস্যা করলেও পুরন হবেনা, এই ক্ষতির মাসুল।
এখন এই পর্যন্ত ইতি দিলাম জানাই সালাম, হয় যদি মোর ভুল,
ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমায়, নামটি রবিউল।
২১ তারিখ তারিখ বিমান দুর্ঘটনায় যাদের হাসপাতালে নিল
২৪ তারিখ হাসপাতাল ছেড়ে কেউ না ফেরার দেশে গেল।
আগুনে পোড়া যে বাচ্চাটা মাঠ দিয়ে ছুটতেছিল।
সেই বাচ্চাটা পৃথিবী ছাড়ি চির বিদায় নিল।
কাঁদে মা বাবা তার যারেযার, আরো ভাই বোন
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।৩৬ঘক

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ